চাঁচল: চুরি ও হারিয়ে যাওয়া ৩০টি সাইকেল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ। রবিবার চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ, এএসআই দিলওয়ার হোসেন এই সাইকেলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
চাঁচলের মসজিদ পাড়ার বাসিন্দা মানিউল হক বলেন, ‘চুরি হয়ে যাওয়া সাইকেল ফেরত পাব, সেই আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু পুলিশের তৎপরতায় আজ সাইকেল ফিরে পেলাম।’ খোয়া যাওয়া সাইকেল পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন সকলে। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন, থানায় যাঁরা লিখিত আবেদন জানিয়েছিলেন, এদিন এমন ৩০ জনকে সাইকেল তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : শাসকদলের ঝান্ডা ধরলেই মিলবে জব কার্ড! ভাইরাল অডিও ঘিরে তোলপাড়