চাঁচল, ১২ জুনঃ চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। ভাঙচুর চালান হয় হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হাসপাতালে আসে পুলিশ ও র্যাফ। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
এদিন সন্ধে সাড়ে ছয়টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার রহমতপুর গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভরতি হন। অভিযোগ, দীর্ঘক্ষণ কোন চিকিৎসা না করেই রেখে দেওয়া হয় সাদ্দামকে, বিনা চিকিৎসায় কিছুক্ষণ পরেই মৃত্যু হয় সাদ্দামের। এই ঘটনায় হাসপাতালে বিক্ষোভ বাড়তে থাকে। এরপর হাসপাতালে ভাঙচুর চালায় মানুষজন। চিকিৎসক ও নার্সদেরও নিগ্রহ করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে পৌঁছোয় পুলিশ।
- Advertisement -
সংবাদদাতাঃ বাপি কুমার দাস