চাঁচল: চাঁচল কলেজের এক এসএফআইয়ের প্রাক্তন জেনারেল সেক্রেটারি (জিএস)-র চিকিৎসার দায়িত্ব নিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। দীর্ঘ আট মাস ধরে জটিল রোগে ভুগছেন ওই প্রাক্তন জিএস সুব্রত দাস। বর্তমানে তিনি শয্যাশায়ী। অর্থাভাবে তাঁর চিকিৎসা করাতে পারছেন না পরিবারের সদস্যরা। চাঁচল থানা পাড়ার বাসিন্দা সুব্রত দাসের বাড়িতে গিয়ে সমস্ত চিকিৎসার ব্যয়ভার বহন করার আশ্বাস দিলেন নীহারবাবু।
সুব্রতবাবুর মাও দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। সুব্রতবাবুকে কোনওরকমে দেখভাল করেন তাঁর ভাই মানিক। বেশ কিছুদিন আগে সুব্রতবাবু চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওষুধ কিনে দেওয়ার সামর্থ নেই পরিবারের। অর্থের অভাবে বাধ্য হয়েই বাড়িতে বিনা চিকিৎসায় শয্যাশায়ী হয়ে রয়েছেন সুব্রতবাবু।
বিধায়ক নীহাররঞ্জন ঘোষ জানিয়েছেন, সুব্রতবাবুর যাবতীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে। দিন কয়েক পর মালদার একটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এদিন সুব্রতবাবুর পরিবারের হাতে কিছু আর্থিক অনুদানও তুলে দেন বিধায়ক।
আরও পড়ুনঃ ‘অগ্নিপথ’ প্রকল্প প্রত্যাহারের দাবিতে সরব কংগ্রেস