রায়গঞ্জ: ছোটবেলায় নষ্ট হয়েছে একটি চোখ। অদম্য জেদ ও ইচ্ছাশক্তিতেই জাতীয়স্তরে খেলবে রায়গঞ্জের (Raiganj) চঞ্চল। তাঁর হাত ধরেই অ্যাথলেটিক্সে সাফল্যের মুখ দেখল রায়গঞ্জ। মাস্টার্স অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় তিনটি ইভেন্টে চ্যাম্পিয়ন হল রায়গঞ্জের ইন্দিরা কলোনি এলাকার বাসিন্দা চঞ্চল জমাদার। সম্প্রতি ঝাড়গ্রামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে এবার জাতীয়স্তরে অংশ নিতে জোরকদমে অনুশীলন শুরু করেছেন তিনি। আগামী ১৪ থেকে ১৯ ফেব্রুয়ারি কলকাতার যুবভারতী স্টেডিয়াম ও সাই কমপ্লেক্সে জাতীয় স্তরের একশো মিটার দৌড়, দুশো মিটার দৌড় এবং দীর্ঘ লম্ফনে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। গত ডিসেম্বর মাসে রাজ্যস্তরের ওই প্রতিযোগিতায় তিনি প্রথম পুরস্কার ছিনিয়ে নেন। বয়সের উপর ভিত্তি করেই এই খেলার বিভিন্ন ইভেন্টের গ্রুপ নির্ধারিত হয়। ৪১ বছর বয়সি চঞ্চলবাবু ৪০-৪৪ বছর বয়সি গ্রুপে অংশগ্রহণ করেন। ছোটবেলাতে এক চোখ নষ্ট হয়ে গিয়েও শুধুমাত্র ইচ্ছাশক্তি ও জেদের উপর ভিত্তি করেই ক্রীড়াক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পেয়েছেন তিনি। তবে শুধু অ্যাথলেটিক্সেই নন। ক্রিকেট ও ফুটবলেও তিনি সমান পারদর্শী।
চঞ্চলবাবু জানান, ‘খুব ছোট থেকেই আমি ফুটবল ও ক্রিকেট খেলি। সেইসময় সম্মানীয় সুভাষ সরকারের কথাতেই আমি অ্যাথলেটিক্সে নামি। তাই খুব ছোট থেকেই এসবের প্রতি আমি আসক্ত। প্রতিদিন দুইবেলা করে মাঠে অনুশীলন করি। জাতীয়স্তরের খেলাতেও নিজের সেরাটাই দেব।‘ চঞ্চলবাবু পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। রায়গঞ্জ ব্লকের পূর্ব চক্রের অন্তর্গত গোলইসুরা প্রাথমিক বিদ্যালয়ে পড়ান তিনি। তাঁর সাফল্যে খুশি সমগ্র বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দেবশর্মার কথায়, ‘এটা বিরাট বড় সাফল্য। অনেক বছর ধরে তিনি খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর সাফল্যে আমরা সকলেই ভীষণ খুশি। পরবর্তীতেও তিনি সফল হন সেটাই চাই।‘
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : সমাধান যাত্রায় কিশনগঞ্জে এলেন নীতিশ কুমার