পারডুবি: একটা সময় ছিল যখন উত্তরবঙ্গের গ্রাম বাংলায় অহরহ বসত চণ্ডী নাচের আসর। তবে কালের বিবর্তনে আধুনিক সংস্কৃতির অগ্রাসনের জেরে বিলুপ্তির পথে রাজবংশী জনজাতির মাটির সংস্কৃতি। হারিয়ে যেতে বসা সেই সংস্কৃতির হৃত গৌরব পুনরুদ্ধারে এবার আসরে নামল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোশোয়িশন (জিসিপিএ)। পাড়ায় পাড়ায় আয়োজন হতে চলেছে চণ্ডী নাচের আসর। মঙ্গলবার ছিল প্রথমদিন। এদিন মাথাভাঙ্গা-২ ব্লকের পারডুবির বাতানবাড়ি এলাকায় আনুষ্ঠানিক সূচনা হয় চণ্ডী নাচের। বাড়ি বাড়ি গিয়ে জোড়া ঢাক বাজিয়ে চণ্ডী নাচ প্রদর্শন করেন শিল্পীরা। বিলুপ্তপ্রায় এই নাচ দেখতে ভিড় জমান আট থেকে আশি সকলেই।
উত্তরবঙ্গ ও নিম্ন অসমের কৃষ্টি ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই চণ্ডী নাচের আয়োজন। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোশোয়িশনের তরফে জানা গিয়েছে, রাজবংশী জনজাতির মাটির সংস্কৃতি আগলে রাখতেই চণ্ডী নাচের আয়োজন। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোশোয়িশনের ব্লক কমিটির সম্পাদক পরিমল বর্মন জানিয়েছেন, বংশীবদনের নেতৃত্বে এই চণ্ডী নাচের মধ্যে দিয়ে রাজবংশী জাতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াই লক্ষ্য। রাজবংশী সমাজের কৃষ্টি সংস্কৃতির অন্যতম অঙ্গ চণ্ডী নাচ। এই নাচ একসময় জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও বর্তমানে হারিয়ে যাওয়ার পথে। সেই সংস্কৃতি বাঁচিয়ে রাখতে কোচবিহার জেলার ১২৮টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় আয়োজিত হবে আসর। তাঁর কথায়, এই চণ্ডী নাচের মধ্যে দিয়েই আগামীতে রাজবংশী সমাজের সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্য রয়েছে।