ডিজিটাল ডেস্ক: দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশ যদি হয়ে থাকে হাইভোল্টেজ রাজ্য, তাহলে নিঃসন্দেহে বলা যায় উত্তরপ্রদেশের গোরক্ষপুর হয়ে উঠেছে হাইভোল্টেজ কেন্দ্র। বিজেপির তরফ থেকে এই গোরক্ষপুর থেকেই লড়াইতে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই যোগী আদিত্যনাথকে টক্কর দিতে কংগ্রেস গোরক্ষপুরে প্রার্থী করেছে উন্নাওয়ের নির্যাতিতার মাকে। আর এবার ভীম আর্মির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ময়দানে নামছেন তাঁদের শীর্ষ নেতা চন্দ্রশেখর আজাদ। খুব স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞরা মনে করছেন, গোরক্ষপুরে যোগী আদিত্যনাথের লড়াই অনেকটাই কঠিন হয়ে গেল। উত্তরপ্রদেশে এমনিতেই বিজেপিতে ভাঙন শুরু হয়েছে দলিত নেতাদের হাত ধরে। আর এবার গোরক্ষপুরে দলিতদের ভাগ বসাতে কংগ্রেস এবং ভিম আর্মি বিজেপির সঙ্গে জোরদার টক্কর দেবে। তবে শেষ পর্যন্ত বাজিমাত কে করবে, তা জানতে গেলে অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকদিন।
আরও পড়ুন : উত্তরপ্রদেশে বড় ধাক্কা কংগ্রেস শিবিরে