ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বিভিন্ন সময় বিরোধীরা মন্তব্য করেন। এবার প্রধানমন্ত্রীকে তাঁর পোশাক নিয়ে তীব্র কটাক্ষ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। চলতি বছরের ২৬ শে জানুয়ারি প্রধানমন্ত্রীর পোশাকে উত্তরাখণ্ড এবং মণিপুরের মিশেল লক্ষ্য করা গেছে। কাকতালীয়ভাবে এই দুই রাজ্যেই আর কদিন পরে বিধানসভা নির্বাচন হতে চলেছে। আর সেই প্রসঙ্গ তুলে তীব্র কটাক্ষ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। কে চন্দ্রশেখর রাও জানিয়েছেন, এ দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের কথা মাথায় রেখে পোশাক পরিবর্তন করেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রীর কাছে দরিদ্র কিংবা দেশের কৃষকদের কোনো সম্মান নেই। পাশাপাশি বাজেট নিয়েও তিনি তীব্র কটাক্ষ করেছেন। অন্যদিকে জানা গিয়েছে, আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হওয়ার কথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর। খুব স্বাভাবিকভাবেই এই সাক্ষাতের আগে যেভাবে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে একের পর এক কটাক্ষ করলেন, তা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুনঃ উত্তরপ্রদেশে কংগ্রেসের বড় সিদ্ধান্ত