
বেঙ্গালুরু, ২১ সেপ্টেম্বরঃ চাঁদের বুকে বিক্রমের সফট ল্যান্ডিংয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর কেটে গিয়েছে দু-সপ্তাহ। আর এর মধ্যে বিক্রমের সঙ্গে যোগাযোগের যথাসম্ভব চেষ্টা চালিয়েছে ইসরো। শনিবার থেকে অন্ধকার নামছে চাঁদের দক্ষিণ মেরুতে। চাঁদের একরাত সমান পৃথিবীর হিসেবে ১৪ দিন। পৃথিবীর সময়ে আজ মাঝরাতের মধ্যে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ না হলে, আর কোনোভাবেই সংযোগ করা সম্ভব হবে না। তাই বিক্রমের সঙ্গে যোগাযোগের যথাসম্ভব চেষ্টা চালাচ্ছে ইসরো। তবে বিক্রমের সঙ্গে যোগাযোগের আশা যে প্রায় শেষ, তা মেনে নিচ্ছেন বিজ্ঞানীরা। দু’সপ্তাহ আগেই চাঁদের মাটিতে নেমেছিল বিক্রম। কিন্তু চাঁদের বুকে নামার কয়েক মুহূর্ত আগেই তার সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর কেটে গিয়েছে দু’সপ্তাহ। বিক্রমের সঙ্গে যোগাযোগের যথাসম্ভব চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে ইসরো সম্প্রতি তাদের টুইটে জানিয়েছে, অরবিটার এখনও কাজ করছে। বিক্রমকে খুঁজতে নাসার লুনার অরবিটারকেও ব্যবহার করা হয়েছিল। কিন্তু লাভ হয়নি। বিজ্ঞানীদের সন্দেহ, সফট ল্যান্ডিংয়ের পরিবর্তে চাঁদের মাটিতে হার্ড ল্যান্ডিং করে বিক্রম। যার ফলে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
#Chandrayaan2 Orbiter continues to perform scheduled science experiments to complete satisfaction. More details on https://t.co/Tr9Gx4RUHQ
Meanwhile, the National committee of academicians and ISRO experts is analysing the cause of communication loss with #VikramLander— ISRO (@isro) September 19, 2019