চ্যাংরাবান্ধা: চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদের দপ্তর স্থায়ীভাবে চ্যাংরাবান্ধাতেই করতে হবে। এই দাবিতে সোচ্চার হয়েছেন খোদ পর্ষদের সদস্য তথা মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়তি সরকার সহ স্থানীয় বাসিন্দারা। শুক্রবার এই নিয়ে চ্যাংরাবান্ধায় একটি বৈঠক হয়। বৈঠকে চ্যাংরাবান্ধা সহ পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দর সহ সংলগ্ন এলাকার কথা মাথায় রেখে কয়েকবছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদ গঠন করেন। বর্তমানে এই পর্ষদের অধীনে গোটা মেখলিগঞ্জ মহকুমা এলাকা রয়েছে। পর্ষদ গঠনের কিছুদিন পর মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির একটি ভবন সংস্কার করে পর্ষদের কাজকর্মের জন্য অফিস তৈরি করে সাইনবোর্ডও লাগানো হয়েছে। কিন্তু সেই অফিসে কোনও কাজকর্ম হয়না। বর্তমানে মেখলিগঞ্জ পুরসভা এলাকায় একটি সরকারি ভবনে পর্ষদের কাজকর্ম চলছে। এনিয়েই আপত্তি উঠেছে। এর প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছেন পর্ষদের সদস্য নিয়তিদেবী নিজেও। বৈঠক শেষে নিয়তিদেবী জানান, উন্নয়ন পর্ষদের অফিস স্থায়ীভাবে চ্যাংরাবান্ধাতেই করতে হবে। এই দাবি এলাকাবাসীরও। এই নিয়ে এদিন আলোচনা করা হয়। দাবির কথা বিভিন্ন মহলে জানানো হবে। সেখান থেকে কি বার্তা পাওয়া যায় সেটা দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। তবে এবিষয়ে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান কোনও মন্তব্য করেননি।