দিনহাটা ও সিতাই: অনাস্থা ঘিরে তুলকালাম দিনহাটার (Dinhata) বড়শৌলমারী গ্রাম পঞ্চায়েতে। মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত অফিসে যাওয়ার সময় হামলার শিকার হলেন তৃণমূলের (TMC) দিনহাটা-১ ব্লক সভাপতি। ভাঙচুর করা হল তাঁর গাড়ি। ঘটনাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত দিনহাটা। ঘটনায় ব্লক সভাপতি সহ দু’জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এদিন ছিল দিনহাটার বড়শৌলমারী গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা। সকাল থেকে দিনহাটার এসডিপিও সহ বিশাল পুলিশবাহিনী এলাকায় মোতায়েন রয়েছে। তারমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে যাওয়ার সময় তৃণমূলের দিনহাটা-১ ব্লক সভাপতি সঞ্জয় বর্মনের ওপর হামলা চলে। তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের তির তৃণমূলের অপর গোষ্ঠীর দিকেই।
এদিকে, এই গ্রাম পঞ্চায়েতে মোট আসনের সংখ্যা ১৪। তারমধ্যে প্রধান বিউটি বর্মন রায়ের বিরুদ্ধে অনাস্থা ডেকেছিল আটজন পঞ্চায়েত সদস্য। তাঁরা ইতিমধ্যেই পুলিশের ঘেরাটোপে পঞ্চায়েত অফিসে নিরাপদে পৌঁছে গিয়েছেন। যদিও গোটা বিষয়টি নিয়ে পুলিশকর্তারা কোনও মন্তব্য করতে চাননি।
দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার কমলেশ্বর বেরা জানিয়েছেন, মোট ১৪ জনের মধ্যে ৮ পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে অনাস্থা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।