শিলিগুড়ি: বিশেষ চাহিদা সম্পন্নদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে শিলিগুড়িতে মহকুমা শাসকের অফিস ঘেরাও। শুক্রবার দুপুরে এর জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবন্ধী অধিকার আইন ২০১৬ লাগু করা, বিশেষ চাহিদা সম্পন্নদের বিপিএল তালিকাভুক্ত করা, পঞ্চায়েত এলাকায় তাদের জন্য স্বনির্ভর গোষ্ঠী গঠন করা, প্রত্যেক পরিবারকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নিয়ে আসা, ১০০ দিনের কাজে সংরক্ষণ সহ ৩১ দফা দাবিতে এদিন স্বারকলিপি দিতে যায় পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী।
মহানন্দা সেতুর সামনে থেকে মিছিল করে মহকুমা শাসকের অফিসের সামনে গিয়ে হিলকার্ট রোড অবরোধ করা হয়। দীর্ঘক্ষণ যানজট তৈরি হয় হিলকার্ট রোডে। অবরোধ সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। শিলিগুড়ির মহকুমা শাসক প্রিয়দর্শিনী এস পরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং দাবিদাওয়া খতিয়ে দেখার আশ্বাস দেন। তারপরেই বিক্ষোভ তুলে নেওয়া হয়।