চাঁচল, ২২ সেপ্টেম্বর : স্কুল ভোট ঘিরে উত্তেজনা ছড়াল চাঁচল থানার খরবা গ্রামপঞ্চায়েতের গোপালপুর এলাকায়। কংগ্রেস বিধায়ক আসিফ মেহেবুবকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এদিন গোপালপুর হাই মাদ্রাসায় স্কুল পরিচালন কমিটির ভোট ছিল। ভোট শুরু হতেই তৃণমূল কংগ্রেস সর্মথকেরা কংগ্রেসের বিধায়ককে ঘিরে ধাক্কাধাক্কি ও হেনস্থা শুরু করে বলে অভিযোগ। জেলা তৃণমূল নেতা শুভময় বসু বলেন,ওখানে বিধায়ক নাটক করতে গিয়েছিলেন সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে।