ডিজিটাল ডেস্ক: এবার প্রতারণার সঙ্গে জড়িয়ে পড়লেন খোদ অনলাইন বিপণন সংস্থার কর্মী। কার্যত অনলাইন বিপণন সংস্থার টাকা ফেরত নিয়ে এবার বড়োসড়ো জালিয়াতির সন্ধান পেলেন সাইবার তদন্তকারীরা। জানা গিয়েছে, সল্টলেকের বাসিন্দা এক ব্যক্তি একটি অনলাইন বিপণন সংস্থা থেকে জিনিস কেনার পর তাতে কিছু খুঁত ধরা পড়ে। তিনি জিনিস ফিরিয়ে দেন এবং কোম্পানি থেকেও বলা হয় ক্রেতাকে রিফান্ড দেওয়া হবে। কিন্তু বেশ কিছুদিন কেটে গেলেও ওই ক্রেতা তাঁর ব্যাংক অ্যাকাউন্টে কোন রিফান্ড পাননা। শেষ পর্যন্ত ওই ক্রেতা অনলাইন বিপণনী সংস্থায় একটি অভিযোগ দায়ের করেন। তারপর অন্তর্বিভাগীয় তদন্ত শুরু করেন ওই সংস্থার সিনিয়র ম্যানেজার। এবং সেই তদন্তে ধরা পড়ে কোম্পানি ক্রেতাকে টাকা ফিরিয়ে দিলেও সেই টাকা ক্রেতার অ্যাকাউন্টে না পৌঁছিয়ে ঐ সংস্থারই ক্যাশিয়ারের অ্যাকাউন্টে ট্রান্সফার করে হয়েছে। এভাবে অন্তত ২২ লাখ টাকা আত্মসাত করেছে ঐ কর্মী। অভিযোগ পেয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানা থেকে পুলিশ অভিযুক্ত ক্যাশিয়ার সুশান্ত অধিকারীকে গ্রেপ্তার করেছে কোলাঘাট থেকে। আপাতত পুলিশ তদন্ত চালাচ্ছে। ধৃতকে জেরা করা হচ্ছে।
রেশন ডিলারকে মুখ্যমন্ত্রীর সই এবং লেটারপ্যাড জাল করে ভুয়ো চিঠি
ডিজিটাল ডেস্ক : সই জাল করার ঘটনা এখন অহরহ হয়ে থাকে। কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীর লেটার হেড এবং সই জাল করার...
Read more