আলিপুরদুয়ার: পুলিশকর্মীর থেকে ১০ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে। ধৃতের নাম কিষান ঘোষ (২৫)। আলিপুরদয়ার ১ নম্বর ব্লকের পাঁচকোলগুড়ি এলাকার বাসিন্দা সে। শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আলিপুরদয়ার (Alipurduar) সাইবার ক্রাইম পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২ বছর আগে সোশ্যাল মিডিয়ায় মহারাষ্ট্র পুলিশের আর্ম ফোর্সের কর্মী প্রভাকর নামদেব গাহালে নামে এক পুলিশকর্মীর সঙ্গে বন্ধুত্ব করে অভিযুক্ত কিষান ঘোষ। ডাক্তারি পড়ুয়া বলে নিজেকে পরিচয় দেয় অভিযুক্ত। তারপর বিদেশে পড়তে যাওয়ার মিথ্যা অজুহাত এবং মায়ের অসুস্থতার অজুহাত দেখিয়ে মোট ১০ লক্ষ ৫০ হাজার টাকা প্রতারণা করে ওই যুবক। দীর্ঘ সময় পেরিয়ে গেলে টাকা ফেরত চাইলে নানান অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যায় অভিযুক্ত। তাতেই সন্দেহ জাগে ওই পুলিশকর্মীর। সম্প্রতি সে কিষানের খোঁজ করতে করতে তার বাড়িতে এসে পৌঁছোয়। পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন অভিযুক্ত কোনও ডাক্তারি পড়ুয়া নয়। এরপরেই আলিপুরদুয়ার সাইবার ক্রাইম থানায় প্রতারণার লিখিত অভিযোগ জানায় মহারাষ্ট্র পুলিশের আর্ম ফোর্সের ওই কর্মী।
আরও পড়ুন : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো বেহাল, ফালাকাটায় বিক্ষোভ