চালসা: চা বাগানের নালায় দেখা মিলল চিতাবাঘের শাবকের। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মেটেলি ব্লকের সনগাছি চা বাগানে। শুক্রবার দুপুরে চা বাগানের ৮ নম্বর সেকশনে নালায় চিতা শাবকটিকে দেখতে পান শ্রমিকরা। এই খবর চাউর হতেই মানুষের ভিড় উপচে পড়ে সেখানে। আর ভিড় হতেই এদিক-ওদিক ছুটোছুটি করতে থাকে শাবকটি। খবর যায় বন দপ্তরে। এরপর বনকর্মীরা সেখানে এসে চিতা শাবকটির ওপর নজর রাখেন। সেখানে যান বিধাননগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজ সবরও।
মাল স্কোয়াডের রেঞ্জ ওয়ার্ডেন দীপেন সুব্বা জানান, চিতাবাঘের শাবকটিকে ওই নালায় রাখা হয়েছে। স্থানীয়দের সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। মা চিতাবাঘটি এসে শাবকটিকে নিয়ে যায় কিনা, সেদিকে নজর রাখা হচ্ছে