মালদা: বুধবার ছটপুজো। অথচ এখনও প্রস্তুত নয় ছটঘাট। মহানন্দা নদীর পাড় বরাবর শহরের প্রায় সমস্ত ঘাট কাদায় ভর্তি। শেষ মুহূর্তে ইংরেজবাজার পুরসভার তরফে পাড়ে বালি ফেলে উপযোগী করে তোলার চেষ্টা চলছে। কিন্তু শেষমেস তা কতটা উপযোগী করে তোলা সম্ভব তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন মালদাবাসী। পুরসভার ভূমিক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। যদিও পুরসভার তরফে সময়ের আগেই ঘাট প্রস্তুতির কাজ সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে।
ঝাড়খণ্ড ও বিহার সংলগ্ন মালদা জেলায় বহু অবাঙালী মানুষের বসবাস। শহরের বুক দিয়ে যাওয়া মহানন্দা নদীর ঘাটগুলিতে প্রতিবছরই বহু মানুষ ছটপুজোয় শামিল হন। প্রতিবছরই ছটপুজোর সপ্তাহখানেক আগে থেকে ঘাট প্রস্তুতির কাজ শুরু করে দেয় ইংরেজবাজার পুরসভা। এবছর সেই কাজ শুরু করতে অনেক দেরি করা হয়েছে। এত কম সময়ের মধ্যে ঘাট প্রস্তুত করা সম্ভবপর নয় বলে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। যদিও পুরসভার পুর-প্রশাসক সুমালা আগরওয়াল জানিয়েছেন, সময়ের আগেই তারা ঘাট উপযোগী করে তুলবেন।