গয়েরকাটা: রবিবার জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট বনাঞ্চল পরিদর্শনে আসেন রাজ্যের মুখ্য বনপাল (এইচওএফএফ) রবিকান্ত সিনহা। এদিন সকাল এগারোটা নাগাদ বনদপ্তরের অন্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে তিনি এই বনাঞ্চল পরিদর্শন করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী মুখ্য বনপাল ভিকে শূর, উত্তরবঙ্গের বনপাল গঙ্গাপ্রসাদ ছেত্রী, ডিএফও (টেরিটোরিয়াল) মৃদুলকুমার প্রমুখ।
বনদপ্তর সূত্রে খবর, এদিন মুখ্য বনপাল মোরাঘাট বনাঞ্চলের অন্তর্গত বিভিন্ন বিট এলাকায় যান। সেসব এলাকার সমস্যা, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া সেতু সহ নির্মিয়মাণ বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখেন তিনি।
এর পাশাপাশি বনপাল বনকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সুবিধা–অসুবিধার ব্যাপারে জানতে চান। মোরাঘাটের রেঞ্জার রাজকুমার পাল বলেন, ‘রাজ্যের মুখ্য বনপাল এদিন মোরাঘাট বনাঞ্চল পরিদর্শনে আসেন। তিনি জঙ্গলের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন।’
মুখ্য বনপাল রবিকান্ত সিনহা বলেন, ‘উত্তরবঙ্গের বিভিন্ন বনাঞ্চল পরিদর্শন করতে এসেছি। এদিন মোরাঘাট বনাঞ্চলের পরিস্থিতি খতিয়ে দেখেছি। পাশাপাশি ডায়না রেঞ্জের অন্তর্গত খয়েরকাটা বনাঞ্চলের পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে।’
মোরাঘাট বনাঞ্চলকে ঘিরে পর্যটন কেন্দ্র ও জঙ্গল সাফারি চালু করার ব্যাপারে মানুষের দাবি দীর্ঘদিনের। এবিষয়ে তিনি বলেন, ‘প্রথমে জেলার আধিকারিকদের কাছে লিখিতভাবে দাবি জানাতে হবে। তারপর সেটা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।‘