ডিজিটাল ডেস্ক : পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের (bhagwant Mann) কাছে দীর্ঘদিন ধরেই কৃষক সংগঠনদের একাংশ বাড়তি মজুরির দাবি জানিয়ে আসছে। কিন্তু সেই দাবি না মেটায় এবার একেবারে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখালো কৃষক সংগঠনের একাংশ। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মনরেগার অধীনে ন্যূনতম দৈনিক কর্ম মজুরি বাড়ানোর দাবি জানানো হচ্ছিল। দৈনিক মজুরি যাতে ৭০০ টাকা করা হয়, সেই আবেদন করা হয়েছিল। পাশাপাশি দলিতদের জন্য পাঁচ মার্লা প্লট প্রকল্প বাস্তবায়নের দাবিও জানিয়েছে বিক্ষোভকারীরা। বুধবার সকাল থেকে এই বিক্ষোভ জোরালো আকার ধারণ করে। পাতিয়ালা বাইপাসের ধারে কৃষক সংগঠনের নেতারা বিক্ষোভ প্রদর্শন করেন।
এর ফলে যান চলাচলে ঘটে বিঘ্ন। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশের কাছে বাধা পেয়ে বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বাসভবনের দিকে মিছিল শুরু করে। সেসময় বিক্ষোভকারীদের বাধা দিলে পুলিশের সঙ্গে শুরু হয় বিক্ষোভকারীদের ঝামেলা। পরিস্থিতির অবনতি হয়, যখন পুলিশ লাঠিচার্জ করে। অন্যদিকে এই ঘটনায় স্বাভাবিকভাবেই লেগেছে রাজনৈতিক রং। বিক্ষোভরত কৃষক সংগঠনের পাশে দাঁড়িয়ে আপ সরকারের তীব্র নিন্দা করেছে বিজেপি। এই ঘটনায় অবশ্য এখনও পর্যন্ত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে যে চাপানউতোর বাড়বে, তা নিঃসন্দেহে বলা যায়।