ডিজিটাল ডেস্কঃ বাংলার উপকূলবর্তী এলাকা দীঘাকে ধর্মীয় পর্যটন স্থান তৈরি করার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার প্রশাসনিক বৈঠকে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিলেন দ্রুত দীঘাতে পুরীর ন্যায় জগন্নাথ মন্দির তৈরি করার ব্যাপারে। কার্যত রাজ্য সরকার যে বাংলায় একটি ট্যুরিজম সার্কিট গড়ে তুলতে চলেছে সে কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জন্য বেছে নেওয়া হয়েছে দীঘাকে। কার্যত দীঘাকে ধর্মীয় পর্যটন স্থান হিসেবে তুলে ধরার জন্য তৈরী হচ্ছে জগন্নাথ মন্দির। এই প্রকল্পে ইতিমধ্যেই ১২৮ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই কথা আবারও মনে করালেন তিনি। কার্যত জেলার সংশ্লিষ্ট আধিকারিকরা তাঁকে কথা দিয়েছেন দ্রুত কাজ শেষ হবে। মুখ্যমন্ত্রীর এই পরিকল্পনার ফলে রাজ্যের পর্যটন শিল্প গতি পাবে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ শারীরিক অসুস্থতার মধ্যেই সুখবর পেলেন অনুব্রত মণ্ডল