ডিজিটাল ডেস্কঃ প্রায় সবসময়ই চলে কেন্দ্র ও রাজ্য ব্যাপক চাপানউতোর। বিশেষ করে এই চাপানউতোর বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিককালে ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে। তবে এরই মাঝে এবার সামনে এলো বড় খবর। জানা গিয়েছে, আগামী মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার মুখোমুখি হতে পারেন।
সূত্রের খবর, ভারত যেহেতু এবার জি-২০ সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে, তাই সে বিষয়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনার জন্য সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের আগামী ৫ ই ডিসেম্বর সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi)। যথারীতি সেই আমন্ত্রণ পেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবং নবান্ন সূত্রে খবর, সেই আমন্ত্রণে সাড়া দিয়ে দিল্লি যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে মনে করা হচ্ছে, যেহেতু এই সাক্ষাতের পেছনে আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ডাকা বৈঠকে যোগ দিতে চলেছেন। অনুমান করা হচ্ছে, এই বৈঠকে যোগ দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে চাইতে পারেন। এবং সেখানেই আরও একবার তিনি রাজ্যের বকেয়া নিয়ে আবেদন জানাবেন। খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠক যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে রাজনৈতিক নিরিখে, সে কথা বলাইবাহুল্য।