ডিজিটাল ডেস্ক: বিগত কয়েকদিনে একের পর এক বিতর্কিত ঘটনা ঘটে চলেছে রাজ্যে। এবং প্রত্যেকটি ঘটনার তদন্ত ভার কলকাতা হাইকোর্ট (HIGH COURT) তুলে দিয়েছে সিবিআইয়ের (CBI) হাতে। আর এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) নবান্নে জরুরি বৈঠক ডেকেছিলেন বুধবার। জানা গিয়েছে, এই বৈঠকে মুখ্যমন্ত্রীর সামনে উপস্থিত হয়েছিলেন আইন মন্ত্রী মলয় ঘটক, আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বর্ষীয়ান আইনজীবী তথা বিধায়ক অশোক দেব। মুখ্যমন্ত্রী এই বৈঠকে কী বলেছেন, সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা না গেলেও সূত্রের খবর তৃণমূলের লিগ্যাল সেলকে আরও দুর্ভেদ্য করার কথা বলেছেন তিনি। পাশাপাশি সিনিয়র আইনজীবীদের পরামর্শ নেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। একইসাথে জানা গেছে, মুখ্যমন্ত্রী নবান্নের বৈঠকে রাজ্যপালের চিঠি প্রসঙ্গও তোলেন। বিশেষজ্ঞদের মতে, রাজ্যে যেভাবে কলকাতা হাইকোর্ট একের পর এক মামলা সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছে তাতে কিন্তু ক্রমশ রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়টি প্রশ্নের মুখে এসে দাঁড়াচ্ছে। আর এতে অস্বস্তি বাড়ছে রাজ্য সরকারের।
আরও পড়ুন: কর্মতীর্থ’ এর বাস্তবায়ন নিয়ে এবার প্রশ্ন তুললেন হরিকৃষ্ণ দ্বিবেদী