উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: জনপ্রতিনিধিদের তরফে একের পর এক দাবি শুনে প্রশাসনিক বৈঠকে আচমকাই মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রাজ্যের কোষাগারের প্রসঙ্গ টেনে ধরে তিনি বলেন, ‘আর্নিং নেই, শুধুই বার্নিং। আগামী দুই বছর কিচ্ছু চাইবেন না। এখন ভালোভাবে কাজ করুন।
তিনদিনের উত্তরবঙ্গ সফরে মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়ায় উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই বিধায়কদের দাবি দাওয়া শুনে মেজাজ হারান মুখ্যমন্ত্রী। একপ্রকার ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘আপনারা একটা কাজ করুন, ম্যাজিশিয়ান নিয়ে আসুন। তাঁকে বলুন টাকা দিতে। লক্ষ্মীর ভাণ্ডারে আমার কোটি কোটি টাকা যাচ্ছে। কেন্দ্র একটা টাকাও দেয় না। কোভিডে সব শেষ।’
একাধিক জনপ্রতিনিধিদের দাবি দাওয়া শুনে মেজাজ হারালেও কুশমুন্ডির বিধায়ক নমিতা রায়ের আবদার মেনে নেন মুখ্যমন্ত্রী। বিধায়কের দাবিকে অগ্রাধিকার দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে একটি কমিউনিটি সেন্টার গড়ে দেওয়ার কথা জানান তিনি। অন্যদিকে, এদিনের প্রশাসনিক বৈঠকে তুলাইপাঞ্জী চাল চাষের বিষয়েও খোঁজ খবর নেন। একইসঙ্গে চাষ বাড়ানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।