কলকাতা: করোনা নিয়ে সতর্ক করার পাশাপাশি শহরেরর প্রবীণ নাগরিকদের কথা চিন্তা করে শর্টফিল্ম তৈরির উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ভাবনার ফসল ‘ঝড় থেমে যাবে একদিন’ গানের সঙ্গে একই নামের একটি শর্টফিল্ম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ছবিটির পরিচালনা করবেন অরিন্দম শীল। কোভিড-১৯ সম্পর্কিত সচেতনতা তৈরি করার জন্য এই প্রথম ভারতের কোনও মুখ্যমন্ত্রী কোনও ছবি তৈরির উদ্যোগ নিয়েছেন। টলিউডের তারকার এই উদ্যোগে অংশ নেবেন। প্রায় ৫০ লক্ষ টাকা এই কাজের জন্য বরাদ্দ করা হতে পারে এবং ফেডারেশন অফ সিনেমা টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (এফসিটিডাব্লুআই) এর সভাপতি স্বরূপ বিশ্বাস এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
বুধবার থেকে ছবির শুটিং শুরু হয়েছে। পরাণ বন্দোপাধ্যায়, প্রসেনজিৎ চ্যাটার্জী, আবির চ্যাটার্জী, পরমব্রত চ্যাটার্জী, কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, সুভাষশ্রী গাঙ্গুলি এবং রুক্মিণী মৈত্র শুটিংয়ে থাকবেন। এই কাজের জন্য আর্থিক ব্যাপারে সাহায্য করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন প্রসেনজিৎ। ছবির পরিচালক জানান, ‘মঙ্গলবার সকালে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে এই নিয়ে আলোচনা করেছি। তিনি চেয়েছিলেন বাংলার মানুষ, বিশেষত প্রবীণ নাগরিকদের জন্য একটি ছবি তৈরি করতে। মুখ্যমন্ত্রী কবির সুমনের একটি গান এই ছবিতে অন্তর্ভুক্ত করতে বলেন। গানের কথাগুলি মুখ্যমন্ত্রী লিখেছেন এবং কবির সুমন সুর ও কণ্ঠ দিয়েছেন।’ এই ছবির মূল ভাবনা মুখ্যমন্ত্রীর। তাই সবটা দেখে নিয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে।