উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জনতার সঙ্গে মিশে যাওয়ার সহজাত ক্ষমতা রয়েছে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। বারবার তা প্রমাণ করেছেন মমতা। বিরোধীরা একে ‘নাটক’ বললেও তাঁর এই আচরণই যে তুমুল জনপ্রিয়তার কারণ তা আড়ালে-আবডালে স্বীকার করেন অনেকেই। পাহাড় হোক বা রাজ্যের প্রত্যন্ত জেলা, জনসংযোগের এই ক্ষমতা মমতাকে বিরোধী রাজনীতিকদের থেকে অনেকটাই এগিয়ে দিয়েছে। এবার হিঙ্গলগঞ্জ সফরেও মমতার সেই রূপই দেখল রাজ্যবাসী।
এর আগে পাহাড়ি রাস্তায় কখনও মোমো বানাতে দেখা গিয়েছে তাঁকে, বা জঙ্গলমহলে চপের দোকানে ঢুকে চপ ভেজে বিক্রিও করেছেন তিনি। আবার কখনও কারও বাচ্চাকে কোলে তুলে নিয়েছেন। মহিলাদের অন্দরমহলে ঢুকে আলাপ জমিয়েছেন এমন বারবার ঘটেছে। বুধবার সেরমই এক দৃশ্য দেখা গেল। এদিন উত্তর ২৪ পরগনার টাকি থেকে আরও দক্ষিণে এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাস্তা দিয়ে যাওয়ার সময়ে আচমকাই চকখাঁপুকুর এফপি স্কুলে ঢুকে পড়েন তিনি। স্বয়ং মুখ্যমন্ত্রীকে দেখে শিক্ষক সহ ছাত্ররাও অবাক হয়ে যায়। ক্লাসে ঢুকেই ছাত্রদের নানা প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তাঁদের কিছু পরামর্শও দেন। ছাত্ররা প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও পরে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সহজ হয়ে পড়ে। মুখ্যমন্ত্রীর করা প্রশ্নের জবাব দিয়েছে সপ্রতিভ ভাবে। পরবর্তীতে স্কুল থেকে বেরিয়ে স্থানীয় প্রগতি সংঘের মাঠে দুঃস্থদের শীতের বস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী।