গাজোলঃ আগামী ৩১ জানুয়ারি মালদা জেলা সফরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গাজোল কলেজ ময়দানে সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর এই সভাকে ঘিরে জেলায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা। এই সভাকে সফল করতে আসরে নেমেছে গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের নমঃশূদ্র ও উদ্বাস্তু সেল। বুধবার গাজোলের অন্নদাশঙ্কর সদনে এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় এই সংগঠনের পক্ষ থেকে। বৈঠকের শেষে ব্লক কমিটি ও অঞ্চল কমিটি গঠন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার, গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সঞ্জয় বল, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি মানিক প্রসাদ প্রমূখ।
এদিকে, মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতাও। মুখ্যমন্ত্রীর জন্য গাজোল কলেজ মাঠকেই বেছে নেওয়া হয়েছে। গাজোলে টোল প্লাজার কাছে হেলিপ্যাড তৈরির কাজ চলছে জোর কদমে। হেলিকপ্টারে করে মাননীয় মুখ্যমন্ত্রী গাজলের সভায় আসবেন বলে সূত্রের খবর।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।