রায়গঞ্জ: হাতে গোনা আর মাত্র দু’দিনের অপেক্ষা। আগামী মঙ্গলবারই উত্তর দিনাজপুর জেলায় পৌঁছোবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রশাসনিক সভা করবেন তিনি। সেই লক্ষ্যে জেলার প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার প্রস্তুতি নিশ্চিত করতে শনিবার রায়গঞ্জ স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন জেলা প্রশাসনের কর্তারা। অন্যদিকে, এদিন বিকেলে সভা স্থল তথা রায়গঞ্জ স্টেডিয়াম পরিদর্শন করেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা।
উত্তর দিনাজপুর সফরকালে প্রশানিক সভার পাশাপাশি জেলার চার ব্লকে নবনির্মিত চারটি মডেল স্কুলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, এমনটাই জানিয়েছেন জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) নিতাইচন্দ্র দাস। তিনি বলেন, ‘নয়া মডেল স্কুলগুলি আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম পর্যায়ে চালু হবে। সেই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি প্রায় চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে প্রতিটি স্কুলে অন্তত চারজন করে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ করা হয়েছে।’