ধূপগুড়ি,১৭ ফেব্রুয়ারিঃ বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় শিশু মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। সোমবার রাতে সায়ন হালদার নামে জলঢাকা এলাকার বাসিন্দা ওই শিশু রাস্তায় খেলার সময় পিকআপ ভ্যান ধাক্কা দেয়। শিশুর জামা পিকআপ ভ্যানের সামনে আটকে যায়। শিশুটি গাড়ির সামনে ঝুলে, থাকলেও চালক গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত ধূপগুড়ি গোবিন্দপল্লী এলাকায় পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। ট্রাফিক পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । পিকআপ ভ্যানের চালক মুসিদ আলমকে পুলিশ গ্রেফতার করেছে। শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।
বিয়ের চাপ দেওয়া আত্মহত্যার চেষ্টা যুবকের
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও পক্ষই লিখিতভাবে অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
Read more