চোপড়া: ট্র্যাক্টরের লাঙ্গলের ফলায় কাটা পড়ে এক শিশুর মৃত্যু হল শনিবার। পুলিশ সূত্রে খবর মৃত ওই শিশুর নাম মহম্মদ সাকির হুসেন(১০)। ঘটনাটি উত্তরদিনাজপুর জেলার চোপড়া থানার চপইগছ এলাকার। এদিনের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, ঘটনার তদন্তে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিশুর একটি স্থানীয় প্রাইমারি স্কুলের ছাত্র। এদিন বাড়ির পেছনের দিকে বসেছিল সে। সেসময় জমিতে লাঙল দেওয়ার কাজ চলছিল ট্রাক্টর দিয়ে। সেসময় অসাবধনতাবশত লাঙ্গলের ফলায় কাটা পড়়ে ওই শিশু। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত বিষয়। অন্যদিকে, ওই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।
- Advertisement -