গয়েরকাটা: খেলতে গিয়ে বাড়ির পেছনে পুকুরে ডুবে মৃত্যু হল দেড় বছরের এক শিশুর। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে ধূপগুড়ি থানার সাঁকোয়াঝোরা ১ গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর ডাঙ্গাপাড়া পিএইচএ রিজার্ভার সংলগ্ন এলাকায়।
এদিন প্লাতুস টুডি নামে ওই শিশু খেলতে খেলতে বাড়ির পেছনে পুকুরে পড়ে যায়। প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেয়ে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করেন। এরপর তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ধূপগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।