শিলিগুড়ি: চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাতর মৃত্যুর অভিযোগ উঠল শিলিগুড়ি(Siliguri) জেলা হাসপাতালে। সমর নগরের বাসিন্দা ঝন্টু মণ্ডলের অভিযোগ, প্রসব যন্ত্রণা নিয়ে গত বৃহস্পতিবার স্ত্রী কল্পনা মণ্ডলকে জেলা হাসপাতালে ভর্তি করান তিনি। ওই মহিলার শারীরিক অবস্থা গুরুতর থাকা সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সিজার করতে অস্বীকার করেন। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর শুক্রবার দুপুরের পরে অন্য এক চিকিৎসক কল্পনার সিজার করলে একটি সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু ততক্ষণে সদ্যোজাতের শারীরিক অবস্থা ৭৫% খারাপ হয়ে যায়। শিশুটিকে পিকু বিভাগে রাখা হয়। সোমবার ভোরে শিশুটির মৃত্যু হয়। এই ঘটনা নিয়ে হাসপাতালের সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান রোগীর পরিজনরা। হাসপাতাল সুপার ডাঃ চন্দন ঘোষ বলেন, ‘চিকিৎসায় গাফিলতি ছিল, এটা মেনে নিচ্ছি। ঘটনার জন্য ওই চিকিৎসককে শো-কজ করা হয়েছে। পুরো বিষয়টি দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে।‘ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসি প্রামাণিক।
প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, অঞ্চল সভাপতিকে অপসারণের দাবিতে মিছিল
ফুলবাড়ি: অঞ্চল সভাপতি নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রবিবার প্রকাশ্যে এল মাথাভাঙ্গা (Mathabhanga)-২ ব্লকের ফুলবাড়িতে। দলের ফুলবাড়ি অঞ্চল সভাপতি বিনয় বর্মনকে...
Read more