রাজগঞ্জ: ভয় দেখিয়ে এক শিশুকে কেঁচো খাওয়ানোর অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। রাজগঞ্জের(Rajganj) আমবাড়ি পুলিশ ফাঁড়ির আদর্শপল্লি এলাকার ঘটনা। এমনকি শুধু কেঁচো খাইয়ে ক্ষান্ত হয়নি, সেই ভিডিও ফেসবুকে পোস্ট করে বলেও অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে। ঘটনায় তাকে গ্রেপ্তার করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার আদর্শপল্লি এলাকার ভেলকিপাড়ার সুভাষ বর্মনের ছেলে অলোক বর্মন বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছিল। সেখানে স্থানীয় সিটন রায় অলোককে ভয় দেখিয়ে কেঁচো খেতে বাধ্য করে। পাশাপাশি কেঁচো খাওয়ার ভিডিও তৈরি করে ফেসবুকে ছেড়ে দেয়। ভিডিও দেখেই শিশুর পরিবার জানতে পারে। শিশুর মা পারুল বর্মন জানান, ছেলেকে প্রথমে পাঁচ টাকা দেওয়ার লোভ দেখিয়ে কেঁচো খেতে বলে ওই তরুণ। ছেলে খেতে রাজি না হলে তাকে ভয় দেখানোর পাশাপাশি মারধর করা হয়। ছেলে ভয়ে বিষয়টি পরিবারের কাউকে জানায়নি। পরে প্রতিবেশীর মোবাইলে ফেসবুকে দেখে জানতে পারেন। তারপর থেকে ছেলে অসুস্থ বোধ করছে। ঘটনাটি জানাজানি হওয়ার পরও ওই যুবক ভিডিওটি ডিলিট করেনি বলে অভিযোগ। পারুলদেবী জানান, তাঁর স্বামী বাইরে কাজে গিয়েছিলেন। তাই কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। বুধবার স্বামী বাড়িতে এলে গোটা ঘটনা তাকে জানান। বৃহস্পতিবার শিশুর বাবা ওই যুবকের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। আমবাড়ি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।