চাঁচল: অবৈধভাবে পুকুর খনন করে মাটি ভর্তি ট্র্যাক্টর রাস্তায় উঠতেই ঘটল বিপত্তি। ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। রবিবার ঘটনাটি ঘটেছে চাঁচল থানার মল্লিকপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃত নাবালিকার নাম মোস্তারি খাতুন। ঘটনায় ট্র্যাক্টর চালককে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মাটিবোঝাই ট্র্যাক্টরের ট্রলির চাকায় পিষ্ট হয় ওই মোস্তারি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। ট্র্যাক্টরটি আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চালককে। দুটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন : রাস্তায় ছড়িয়ে রয়েছে নির্মাণ সামগ্রী, উদাসীন প্রশাসন