চাঁচল: খেলতে গিয়ে ইটভাটার গর্তের জমা জলে পড়ে মৃত্যু হল দুই শিশুর। মঙ্গলবার দুপুরে চাঁচল (Chanchal)-২ ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হারোহাজরা গ্রামের ঘটনা। মৃত দুই শিশুর নাম তাসমিরা খাতুন (০৩) ও আনিমুল হক(০৪)। স্থানীয়রাই জলে ভাসমান দুই শিশুকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। দেহদুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ হারোহাজরা গ্রামের ইটভাটা লাগোয়া এলাকায় কয়েকটি পরিবার বসবাস করেন। মৃত ওই দুই শিশুর বাবা মঙ্গলবার ইটভাটায় কাজ করছিলেন। মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় পাড়ার অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে ওই দুই শিশু ইটভাটার পাশে জল ভর্তি গর্তে পড়ে যায়। বিষয়টি অন্যান্য শিশুদের মাধ্যমে জানতে পেরে পরিবারের লোকজনসহ পাড়ার লোকেরা সেখান গিয়ে দেখেন গর্তের জলে ভাসছে দুই শিশু। সঙ্গে সঙ্গে তাদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে জানান। মৃত শিশুদের পরিবারের দাবি, ইটভাটা ঘেঁষা জায়গায় সীমানা প্রাচীর থাকলে এই অঘটন ঘটত না। ভাটা কর্তৃপক্ষ সীমানা প্রাচীর করুক এমনটাই দাবি তাঁদের। ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
আরও পড়ুন: তৃণমূলে দ্বন্দ্ব! প্রাক্তন প্রধানের মাথায় বন্দুক ঠেকিয়ে মারধরের অভিযোগ হরিশ্চন্দ্রপুরে