তুফানগঞ্জ: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের পড়াশোনা চলার পাশাপাশি পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। শুধু শিশুদেরই নয়, গর্ভবতীদেরও এখান থেকে পুষ্টিকর খাবার দেওয়া হয়। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা খাবার খেয়ে শিশু ও মায়েরা অসুস্থ হয়ে পড়তে পারেন। এই নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ উঠছে।
জানা গিয়েছে, তুফানগঞ্জ(Tuffanganj)-১ ব্লকের অন্দরানফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের ৯/১৯৪ নম্বর বুথের নয়নেশ্বরী ভাগাড়ীর পাড় ২৯৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের ভেতরে চারিদিকে উইপোকা মাটির ঢিপি করে থাকে। গভীর নলকূপের জলে মাত্রাতিরিক্ত আয়রন থাকায় রান্না করা খাবারের রং বদলে যাচ্ছে। ঘরের সামনে প্রতিনিয়ত মদের বোতল, গ্লাস পড়ে থাকছে। এক অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের পঠন পাঠন, রান্না সবই চলছে। বৃষ্টির দিনে রাস্তার জল ঘরে ভেতরে ঢুকে যাচ্ছে। অঙ্গনওয়াড়ি হেল্পার না থাকায় পাশের বাড়ির একজন মহিলা রান্না করে দিয়ে যান। বর্তমানে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুর সংখ্যা ৪৬ জন, মা ৭ জন। সপ্তাহে তিনদিন ভাত, ডিমের ঝোল, বাকি তিনদিন খিচুড়ি ও ডিম সেদ্ধ দেওয়া হয়।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সুস্মিতাদাস মণ্ডল বলেন, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জলের ভীষণ সমস্যা রয়েছে। জলের অভাবে আয়রন যুক্ত জল ব্যবহার করতে বাধ্য হচ্ছি। ঘরের চারিদিক দেওয়াল হলে সমস্যা কিছুটা মিটে যাবে বলে মনে হচ্ছে। বহুবার গ্রাম পঞ্চায়েতে বিষয়গুলো জানিয়েও কোনও লাভ হয়নি। সমস্যা গুলো দ্রুত সমাধান করা দরকার।অন্দরানফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান ধরনীকান্ত বর্মন বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ কাফ সিরাপ সহ পানিট্যাঙ্কিতে ধৃত যুবক