বেজিং, ৭ ফেব্রুয়ারিঃ করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩৬। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘন্টায় আরও ৭৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই করোনা ভাইরাসের আঁতুড়ঘর হুবেই প্রদেশের। তার মধ্যে উহানেই মৃত্যু হয়েছে ৬৪ জনের। উহানে একদিনের শিশুর দেহেও করোনা সংক্রমণ ধরা পড়েছে। বৃহস্পতিবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১,১৬১। নতুন করে ফের আক্রান্ত হয়েছেন ৩,১৪৩জন।
সংক্রমণ আটকাতে চিনের ১৯টি শহরকে বিশ্বের থেকে আলাদা করে রাখা হয়েছে। গণপরিবহণের সমস্ত ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং রোগ নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত সতর্ক হওয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয় প্রশাসনকে। পাশাপাশি ভাইরাস আক্রান্ত হওয়ার খবর পেলে, তাঁকে দ্রুত আইসোলেশন সেন্টারে পাঠানো হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রস্তুত রাখারও পরামর্শ দিয়েছেন তিনি। এই রোগ নিয়ে গুজব ছড়ানো বন্ধ করার ব্যাপারেও জোর দিয়েছেন তিনি।