বেজিং, ১৮ মার্চঃ করোনা ভাইরাসের পরীক্ষামূলক ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে সম্মতি দিল চিন। চিনের অ্যাকাডেমি অফ মিলিটারি মেডিকেল সায়েন্সেস-এর গবেষকদের হিউম্যান ট্রায়ালের জন্য সম্মতি দেওয়া হয়েছে। এই সপ্তাহ থেকেই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হবে। জানা গিয়েছে, চিনের পিপলস লিবারেশন আর্মির অনুমোদনপ্রাপ্ত এই গবেষণা সংস্থা ভ্যাকসিন আবিষ্কারের অনেক কাছে পৌঁছে গিয়েছে।
গতকাল আমেরিকায় এক রোগীর ওপর করোনা ভাইরাসের পরীক্ষামূলক ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়েছে। এই বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেক্সাস ডিজিজ-এর ডিরেক্টর ডঃ অ্যান্টনি ফৌসি জানান, রেকর্ড গতিতে ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। একটি পরীক্ষামূলক ভ্যাকসিনের এত দ্রুত তৈরির বিষয়টি নজিরবিহীন।