ডিজিটাল ডেস্ক : সারা বিশ্বের করোনা (Corona) ঝড় থেমে গেলেও চিনের (China) পরিস্থিতি কিন্তু অন্য। করোনার শুরু থেকেই চিনকে করোনার আঁতুরঘর বলা হত সারা বিশ্ব জুড়ে। আর সেই আঁটুর ঘরেই এখনো পর্যন্ত করোনা থামার নাম নেই। কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিনে করোনা আক্রান্তের সংখ্যা। অন্যদিকে চিনে লাগাতার লকডাউন চলছে। এবং এই লকডাউন আর মানতে পারছেন না চিনের আমজনতা। আর তার জন্যই এবার চিনের প্রশাসনের বিরুদ্ধে পথে নেমেছেন তাঁরা।
জানা গিয়েছে, জিনপিং প্রশাসনের বিরুদ্ধে রবিবার সকাল থেকেই শুরু হয়েছে সাংহাই শহরে বিক্ষোভ। দাবি একটাই, তুলে নিতে হবে লকডাউন। অন্যদিকে চীনের বেজিংসহ একাধিক শহরে ব্যাপকভাবে করোনা ছড়িয়েছে। সূত্রের খবর, গত চার দিন যাবত দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে প্রায় ৪০০০। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, চীনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৯১ জন। যাদের মধ্যে ৩৭০৯ জনের উপসর্গ রয়েছে। নতুন করে করোনা আক্রান্তের মৃত্যু শুরু হয়েছে চিনে।
এই পরিস্থিতিতে চিনে যেভাবে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে, তাই নিয়ে বাড়ছে চিন্তা। প্রসঙ্গত, কিছুদিন আগেই চিনের একটি বহুতলে আগুন লেগে ১০ জনের মৃত্যু হয়েছে। যেহেতু লকডাউন ছিল, তাই বহুতলের বাসিন্দারা পালিয়ে বাঁচতে পারেননি বলে শোনা যাচ্ছে। আর তারপর থেকেই বিক্ষোভ হয়ে উঠেছে আরও জোরালো। তবে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এর তরফ থেকে এখনো পর্যন্ত করোনা তুলে নেওয়া সংক্রান্ত কোনো রকম ইঙ্গিত পাওয়া যায়নি। কিন্তু আমজনতার ব্যাপক বিক্ষোভ চিন প্রশাসন কিভাবে প্রতিহত করে, সেদিকে নজর থাকছে সারা বিশ্বের।