কলকাতা: চিংড়িঘাটায় দুর্ঘটনায় জখম মহিলার মৃত্যু হল। বৃহস্পতিবার গভীর রাতে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃতার নাম খুকু গায়েন। পূর্ব মেদিনীপুরের(Purba Medinipur) খেজুরির বাসিন্দা ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, দুর্ঘটনায় তাঁর পাজরের হাড় ভেঙে গিয়েছিল। ছেলে সন্দীপ গায়েনকে সঙ্গে নিয়ে কলকাতা এসেছিলেন তিনি। বৃহস্পতিবার চিংড়িঘাটায় দুর্ঘটনার কবলে পড়েন দু’জনই। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন রয়েছে তাঁর ছেলে।
প্রসঙ্গত, গতকাল পথচারীদের ধাক্কা মেরে গার্ডরেলে আটকায় বেপরোয়া গাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি নিকো পার্কের দিক থেকে বাইপাসের দিকে আসছিল। বাইপাসে গাড়িটি ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা মেরে এগিয়ে আসে। আতঙ্কিত হয়ে পথচারীরা রাস্তায় ছোটাছুটি শুরু করেন। বাইপাসে ওঠার পর গার্ডরেল দুমড়ে মুচড়ে দিয়ে থামে গাড়িটি। ঘটনায় আহত হন বেশ কয়েকজন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গাড়ির চালককে আটক করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।