ফালাকাটাঃ চিটফান্ডের জমিতে সাইনবোর্ড লাগানো নিয়ে উত্তেজনা ছড়াল ফালাকাটার (Falakata) বংশীধরপুরে। সোমবার সকালে জনাকয়েক ব্যক্তি জমিতে সাইনবোর্ড লাগাতে এলে গ্রামবাসীদের সঙ্গে বিবাদ বাধে। সেই সময় এক ব্যক্তি নিজেকে জমির মালিকবলে দাবি করেন। পাল্টা গ্রামবাসীদের বক্তব্য জমিটি এক চিটফান্ড কোম্পানির। তাঁদের বক্তব্য গ্রামের সবাই চিটফান্ডে আমানতকারী। তাই এই জমি ছাড়বেননা কোনওক্রমেই।
জানাগেছে, এদিন সকালে জলদাপাড়া বনাঞ্চল লাগোয়া বংশীধরপুরের চিটফান্ডের একটি জমিতে জঙ্গল সাফাই করতে আসেন জনা কয়েক শ্রমিক। লাগিয়ে দেন মালিকের নামে একটি সাইনবোর্ড। সেই সময় এই কাজে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। অর্ধেন্দু বনিক নামে এক ব্যক্তি নিজেকে জমির মালিক দাবি করে বলেন, জমিটি চিট ফান্ডের হলেও তিনি নিলামের মাধ্যমে জমিটি ক্রয় করেছেন। অর্ধেন্দু মালিক জানিয়েছেন, ওই জমিতে রিসর্ট তৈরি হবে। এজন্য আগামী ২৭ জানুয়ারি ভূমিপুজো করার কথা। এজন্যই এদিন জঙ্গল সাফাইয়ের কাজ শুরু হয়। সাইনবোর্ডও নিয়ে আসা হয়। তবে স্থানীয় আমানতকারীদের বাধায় কোনও কাজই সেখানে করা যায়নি। তিনি প্রশাসনের দ্বারস্থ হবেন।
এদিকে স্থানীয়দের বক্তব্য, তাঁরা সবাই চিটফান্ডের আমানতকারী। টাকা রেখে প্রত্যেকেই ঠকেছেন। নিজের হারানো টাকা ফেরত না পাওয়া পর্যন্ত এই জমিটি কোনওভাবেই অন্য কাওকেই নিতে দেবেন না। ফালাকাটার বিএলএলআরও শেখ মিলন জানান, ‘সেবির মাধ্যমে ওই জমি নিলাম হয়েছে। এতটুকুই আমাদের জানা।’ তবে গত বছরও বংশীধরপুরের ওই জমিতে ঝামেলা হয়েছিল। তখনও কাজ করতে আসলে আমানতকারীরা বাধা দেন। এ নিয়ে সর্বদলীয় রাজনৈতিক বৈঠকও হয়।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ