চোপড়া: বাংলা টেলিভিশন চ্যানেলের একটি জনপ্রিয় অনুষ্ঠানে গান গেয়ে তাক লাগিয়ে দিলেন চোপড়ার প্রত্যন্ত এলাকার শিল্পী বিমান সরকার ওরফে বুলেট। ওই চ্যানেলের রিয়েলিটি শোয়ে টপ ২১-এর মধ্যে জায়গা করার পাশাপাশি বিমান গ্র্যান্ড অডিশনে গোল্ডেন গিটার পেয়েছেন। অনুষ্ঠানের ফাঁকে রবিবার বাড়ি পৌঁছোতেই শুভেচ্ছায় ভাসলেন তিনি। বিমানের সাফল্যে আপ্লুত বাবা-মা, আত্মীয়স্বজন সকলেই। প্রশাসনিক আধিকারিক, রাজনৈতিক নেতা, বিভিন্ন ক্লাব ও সংগঠনের তরফে এদিন বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। চোপড়া (Chopra) গ্রাম পঞ্চায়েতের সুভাষনগর এলাকার বাসিন্দা বিমানের বাবা বিশ্বনাথ সরকার অবসরপ্রাপ্ত সেনাকর্মী। তিনি বলেন, ‘প্রথাগত তালিম না নিলেও ছোটবেলা থেকেই ছেলের গান-বাজনার প্রতি ঝোঁক ছিল। তবে নিজের চেষ্টায় এতদূর পৌঁছোবে ভাবিনি।’ এবার সাফল্যের শিখরে পৌঁছোনোই লক্ষ্য বিমানের।
আরও পড়ুন: দৃষ্টিহীন হয়েও বেঁচে থাকার লড়াইয়ে নেমেছে রায়গঞ্জের জ্যোতি