ডিজিটাল ডেস্ক : কয়লা পাচার নিয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন একাধিক হেভিওয়েট। আর এই তদন্তে এবার ময়দানে নেমেছে সিআইডি। এবং প্রথমেই সিআইডির নজরে পড়েন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। গত মাসেই কয়লা পাচার তদন্তে জিতেন্দ্র তিওয়ারিকে(Jitendra Tiwari) ভবানীভবনে ডেকে পাঠায় সিআইডি। যদিও জিতেন্দ্র তিওয়ারি সিআইডির ডাকে হাজিরা দেননি। বরং তিনি সোজা হাইকোর্টে মামলা দায়ের করেন।
জিতেন্দ্র তিওয়ারির তরফ থেকে বলা হয় যে অঞ্চলের কথা বলা হচ্ছে, সেখানকার বিধায়ক নেতাকে তলব করা দরকার। কিন্তু তা না করে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে ডেকে পাঠানো হয়েছে সিআইডির তরফ থেকে। এবার হাইকোর্ট থেকেও কয়লা পাচার কাণ্ডে সিআইডি তদন্তে স্থগিতাদেশ জারি করা হল। হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা জানিয়ে দিলেন, কয়লা পাচারের ক্ষেত্রে সিবিআই যখন তদন্ত চালাচ্ছে, সে ক্ষেত্রে সিআইডির তদন্তের প্রয়োজন নেই। হাইকোর্টের এই নির্দেশে কার্যত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি যে বড়সড়ো স্বস্তির নিঃশ্বাস ফেললেন, সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়।