রতুয়া: মাত্র ৬০ টাকার টিকিটেই ভাগ্য়ের চাকা ঘুরে গেল এক জিআরপি সিভিক ভলান্টিয়ারের। ছাপোষা মধ্যবিত্ত থেকে একলাফে কোটিপতির তালিকায় নাম লেখালেন তিনি। স্বাভাবিকভাবেই ওই কোটিপতি সিভিক ভলান্টিয়ারের নিরাপত্তায় রয়েছে খোদ পুলিশই।
মালদার রতুয়া-২ ব্লকের সিমলা গ্রামের বাসিন্দা সেনাউল। বর্তমানে সামসি স্টেশনে কর্মরত তিনি। তাঁর কথায়, এদিন সকালে ৬০ টাকা দিয়ে লটারি টিকিট কিনেছিলেন তিনি। দুপুরে ফলাফল যাচাই করতেই জানতে পারেন তিনি আর মধ্যবিত্ত নন, একলাফে নাম লিখিয়েছেন কোটিপতির তালিকায়। এরপরই তড়িঘড়ি রতুয়া থানায় পৌঁছোন তিনি। সেখানেই কড়া পুলিশি নিরাপত্তায় রয়েছেন আপাতত।
সেনাউল জানান, তাঁর মা দীর্ঘদিন ধরেই অসুস্থ। অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা হচ্ছিল না। তাই সর্বপ্রথম মা’য়ের চিকিৎসায় জোর দেবেন তিনি। এরপরই গড়বেন মনের মতো বাড়ি।