ডিজিটাল ডেস্কঃ অশোকনগর-কল্যাণগড় পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে একেবারে গৃহযুদ্ধের পরিস্থিতি। কোন রাজনৈতিক গৃহযুদ্ধ নয়, বরং পারিবারিক গৃহযুদ্ধ হতে চলেছে এই ওয়ার্ডে। তার কারণ রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে এবার ননদ এবং বৌদি সামনাসামনি লড়াইতে নামছেন। তৃণমূলের টিকিটে দাঁড়াচ্ছেন বৌদি দেবশ্রী রায় এবং কংগ্রেসের টিকিটে দাঁড়াচ্ছেন তাঁর ননদ মৌসুমী রায় দে। কার্যত দেবশ্রী রায় এই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। অন্যদিকে তাঁর ননদ ৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী দেবশ্রী রায় জানিয়েছেন, ওই ওয়ার্ডে কংগ্রেসের কোন অস্তিত্ব নেই। অন্যদিকে মৌসুমী রায় দে জানিয়েছেন, তিনি আগে তৃণমূল করতেন। এবার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হওয়ার আবেদন জানিয়ে ব্যর্থ হয়েছিলেন। তাই তিনি কংগ্রেসে যোগদান করেছেন এবং টিকিটও পেয়েছেন। কার্যত ভোটের ময়দানে লড়াই করতে নেমে ননদ কিন্তু বৌদির বিরুদ্ধে ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁর বাবা-মা কাউন্সিলর হিসেবে যথেষ্ট দায়িত্ব পালন করেছেন। কোন দুর্নীতিকে প্রশ্রয় দেননি। কিন্তু আগের কাউন্সিলর অর্থাৎ তাঁর বৌদি সেই আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। খুব স্বাভাবিকভাবেই এই লড়াই দেখতে আগ্রহী এলাকাবাসীরা। পুরভোটের এই লড়াই কোথায় গিয়ে থামে এখন সেটাই দেখার।
আরও পড়ুনঃ শেষ পর্যন্ত গোয়া সফরে আগামীকাল অভিষেক