কলকাতাঃ রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সংঘাত ফের তুঙ্গে। রাজ্যজুড়ে সাধারণ মানুষ র্যাশন ঠিকমত পাচ্ছেন না। এ নিয়ে সরব হয়েছেন রাজ্যের জনগণ। শুধু তাই নয়, রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলিও র্যাশন ব্যবস্থার দুর্নীতি নিয়ে সরব হয়েছে। আর সেই কারণেই মুখ্য সচিবের কাছে চিঠি দিয়ে র্যাশন বিলি ব্যবস্থার তথ্য চেয়েছেন রাজ্যপালের প্রধান সচিব। আর তাতেই ক্ষুব্ধ রাজ্যের মুখ্য সচিব। এমনকি, তিনি রাজ্যপালের প্রধান সচিবের ওই তথ্য চাওয়ার অধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন। সম্প্রতি বেশ কিছুদিন রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে চলে আসা সংঘাত ধামাচাপা পড়েছিল। ফের তা তুঙ্গে উঠেছে বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল।
অপরদিকে, কেন্দ্রীয় সরকার ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতো র্যাশনে চাল, গম পাচ্ছে না সাধারণ মানুষ। প্রতিশ্রুতি মতো সমস্ত সাধারণ মানুষকে চাল, গম দেওয়ার দাবি তুলে রবিবার র্যাশন অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দেয় সিপিএমের শ্রমিক সংগঠন সিটু। এদিন স্মারকলিপি দিয়ে বেরিয়ে সিটুর নেতারা জানান, এতে কাজ না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন।