লখনউ: খদ্দের ছিনিয়ে নিয়ে যাচ্ছে পাশের দোকানদার। আর তা নিয়েই প্রথমে শুরু হয় বচসা, পরে তা পৌঁছোয় মারামারি, লাঠালাঠিতে। মুহুর্তে যুদ্ধক্ষেত্রের রূপ নেয় বাজার। ঘটনা উত্তরপ্রদেশের বাগপতের। সেই মারামারির ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
#WATCH Baghpat: Clash breaks out between two groups of 'chaat' shopkeepers over the issue of attracting customers to their respective shops, in Baraut. Police say, "Eight people arrested, action is being taken. There is no law & order situation there."
(Note: Abusive language) pic.twitter.com/AYD6tEm0Ri
— ANI UP (@ANINewsUP) February 22, 2021
স্থানীয় সূত্রে খবর, এলাকার দুই চাট ব্যবসায়ীর মধ্যে খদ্দের নিয়ে বিবাদ বাধে। তারপরেই শুরু হয় মারামারি। দুই দোকানদারের মধ্যে গন্ডগোল শুরু হওয়ার পরে তাঁদের সমর্থকরাও মারামারিতে জড়িয়ে পড়েন। লাঠালাঠি চলতে থাকে প্রায় ২০ মিনিট ধরে। সেই সময়ই এক প্রত্যক্ষদর্শী ভিডিওটি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনায় জড়িত চাচা নামের এক ব্যবসায়ী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পাশের এক দোকানদার তাঁর খদ্দের নিয়ে প্রায়ই টানাটানি করেন। তাই এবার তিনি সহ্য করতে পারেননি। ফলে এই বচসা বাধে।