চোপড়া, ২৮ জানুয়ারিঃ দু’পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়েছে চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের মদনভিটা এলাকায়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত রবিবার ওই এলাকায় সোলার প্রজেক্টের এক নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় সেদিন একজনকে গ্রেফতারও করে পুলিশ। সেই ঘটনারই জেরে এদিন দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সময় গুলিও চলেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। ঘটনায় আহতদের মধ্যে দুজনকে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। চোপড়া থানার পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বিজেপি শিবিরকে পাপ্পু বলে সম্বোধন! সংসদে তীব্র বাদানুবাদে জড়াল অধীর-অমিত
প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লিঃ বুধবার আরও একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী৷...
Read more