সামসী: হাই মাদ্রাসা ভোটকে ঘিরে তৃণমূলে দ্বন্দ্ব প্রকাশ্যে। রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়কে বেইমান বলে আক্রমণ করলেন তৃণমূলের রতুয়া-১ ব্লকের প্রাক্তন সভাপতি ফজলুল হক। রতুয়া(Ratua)-১ ব্লকের চাঁদমুনি-২ পঞ্চায়েত এলাকার বাটনা হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোট আগামী ২৯ জানুয়ারি।
ওই মাদ্রাসায় লড়াই তৃণমূলের সঙ্গে তৃণমূলের। শাসকদলের দুই গোষ্ঠী মিলিয়ে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন জমা করেছে। অর্থাৎ শাসকদলের দুটি গোষ্ঠীর মধ্যেই লড়াই হবে এখানে। কংগ্রেস ও সিপিএম এই দুই দল কোন প্রার্থী দেননি। তৃণমূলের এক গোষ্ঠীকে মদত দিচ্ছে দলের জেলা চেয়ারম্যান সমর মুখোপাধ্যায় ও দলের জেলা সভাপতি আব্দুর রহিম বকসি। অপর গোষ্ঠীকে মদত দিচ্ছে দলের প্রাক্তন রতুয়া-১ ব্লক সভাপতি ফজলুল হক ও এলাকার দলের দুই দাপুটে নেতা আব্দুল হামিদ ও মহম্মদ হেসামুদ্দিন। ওই মাদ্রাসা ভোট প্রচারে ইতিমধ্যেই রবিবার বিকেলে এক নির্বাচনি জনসভা করেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী গোলাম রব্বানী। বুধবার পালটা সভা করেন শাসকদলের আরেক গোষ্ঠী। সেই সভাতেই ফজলুল হক বিধায়ক সমর মুখোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রণ করেন। সমরবাবুকে বেইমান বলেও সম্বোধন করেন তিনি। ফজলুল সাফ বলেন, ‘দলের জেলা চেয়ারম্যান সমর মুখোপাধ্যায় ও জেলা সভাপতি আব্দুর রহিম বকসি এরা দুজন কাপুরুষ। নিজেদের স্বার্থে তাঁরা গোষ্ঠী কোন্দল জিইয়ে রেখেছেন। জেলায় তৃণমূল কংগ্রেসকে শেষ করার জন্য এরা দুজনই ঠিকা নিয়েছেন। কিন্তু আমরা তা হতে দেব না।‘ দলের জেলা সভাপতি আব্দুর রহিম বকসি সাফ জানান, দলের অনুমোদিত প্রার্থীদের কেবল দল আশ্রয় দেবে এবং সমর্থন করবে, বাকিরা কে কী প্রার্থী দিয়েছে তাঁর জানা নেই। আগামী ২৯ তারিখের ফলাফলে প্রমাণ হয়ে যাবে কারা আসল তৃণমূল কংগ্রেস।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ