রাজগঞ্জ: তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক কমিটির তরফে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবকে সংবর্ধনা দেওয়া হয়। শনিবার ফুলবাড়ির এক বেসরকারি লজে অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হলেও অনুপস্থিত ছিলেন ব্লক সভাপতি সাগর মহন্ত। তাঁর দাবি, ওই অনুষ্ঠান করার ব্যাপারে তাঁর সঙ্গে কোনও আলোচনা হয়নি। এমনকি, তাঁকে এ ব্যাপারে কিছু জানানোও হয়নি। শুধু ওই অনুষ্ঠান নয়, দলের কোনও কর্মসূচিতে তাকে ডাকা হয় না বলেও তাঁর অভিযোগ। এর জন্য প্রাক্তন ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিকের ওপরই দোষ চাপিয়েছেন তিনি। বিষয়টি তিনি দলের উপর মহলে জানিয়েছেন। ওই ঘটনায় ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকে তৃণমূলের দ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে এল বলে মত রাজনৈতিক মহলের।
প্রাক্তন ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক বলেন, ‘গৌতম দেব এখানকার বিধায়ক তথা মন্ত্রী ছিলেন। তিনি এখন মেয়র হয়েছেন। তাই দলীয় কর্মীদের তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। দলের ব্লক সভাপতির ব্যাপারে আমি কোনও মন্তব্য করব না।’ গৌতম দেব বলেন, ‘আমাকে সংবর্ধনা দেবে বলে ডেকেছিল তাই এসেছি। অঞ্চল সভাপতি সহ কয়েকজনকে দেখলাম। আর বাইরে এখানে কী হয়েছে, তা আমি জানি না।’
গত বছর ১৬ অগাস্ট তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে সরিয়ে সাগর মহন্তকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তা ভালোভাবে নেননি দেবাশিসের অনুগামীরা। ফলে ওই ব্লকে তৃণমূল কার্যত দু’টি ভাগে ভাগ হয়ে যায়। দলের বিভিন্ন কর্মসূচিতে প্রাক্তন ব্লক সভাপতিকে প্রথম সারিতে দেখা গেলেও বর্তমান ব্লক সভাপতিকে দেখা যায় না।
আরও পড়ুন : কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল চালসায়