বীরপাড়া: আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার(Birpara) সারদাপল্লি থেকে নিখোঁজ দশম শ্রেণির এক পড়ুয়া। মানস সোয়াই নামে বীরপাড়া হাইস্কুলের ওই পড়ুয়ার বাড়ি ওডিশায়। পিসির বাড়িতে থেকে পড়াশোনা করত সে। তাঁর পিসি লিলি দলাই জানান, ৩ ডিসেম্বর নিখোঁজ হয় মানস। ৬ ডিসেম্বর বীরপাড়া থানায় মিসিং ডায়েরি করা হয়। ইতিমধ্যে মানসের বাবা রবীন্দ্র সোয়াই ওডিশা থেকে বীরপাড়ায় পৌঁছেছেন। বীরপাড়া থানার ওসি পালজার ছিরিং ভুটিয়া বৃহস্পতিবার জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মানস স্বেচ্ছায় বীরপাড়া ছেড়েছে। তাঁকে দ্রুত খুঁজে বের করা হবে।
বিজেপি বিধায়কের বাড়ির সামনে ধর্না তৃণমূলের
বীরপাড়া: শুক্রবার দুপুর থেকে আলিপুরদুয়ার জেলার বিধানসভার বিধায়ক মনোজ টিগ্গার বীরপাড়ার (Birpara) বাড়ির সামনে মঞ্চ তৈরি করে ধর্নায় বসলেন তৃণমূলের...
Read more