ডিজিটাল ডেস্ক: কে জানত, অভিষেক বচ্চন ক্লাস টেনের গন্ডি পেরোতে পারেননি এখনও।তবে কুছ পরোয়া নেই, এই বয়সে সেই চেষ্টায় নেমে পড়েছেন তিনি। সম্প্রতি নিজের ইন্সটায় জানিয়েছেন, ‘দশভি আসছে, দশ ক্লাসের পরীক্ষার জন্য সকলে তৈরি!’
আসল কথা, অভিষেক বচ্চন তাঁর আগামী ছবি দশভি-র কথা জানিয়েছেন। শুধু তাই নয়, ইন্সটায় ক্লাস টেনের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন সহপাঠীদের মতোই। এই কমেডি ছবিতে তাঁর নাম গঙ্গারাম চৌধুরি। কেন এই মানুষটি দশ ক্লাসের পরীক্ষা দিতে চায়, এর পিছনে কী কারণ সব উত্তর নিয়ে আসছে দশভি। অভিষেকের পোস্ট করা প্রোমো থেকে জানা যাচ্ছে, ছবি মুক্তি পাবে ৭ এপ্রিল, জিও সিনেমা ও নেটফ্লিক্সে। জিও স্টুডিও ও দীনেশ ভিজানের ছবি দশভির পরিচালক তুষার জলোটা। অভিষেকের সঙ্গে ছবিতে আছেন ইয়ামি গৌতম ও নিমরত কৌর।